You are here : Home
Obituary
ড: সুবীর রায়
ড: সুবীর রায়ের অকাল প্রয়াণে, আমরা ভাষা-প্রযুক্তি গবেষণা পরিষদের কার্য-নির্বাহী সমিতির সকল সদস্য এবং কর্মীবৃন্দ গভীরভাবে শোকস্তব্ধ ও ভাষাহারা। আমরা তাঁর পরিবার ও আত্মীয়বর্গের প্রতি গভীর সমবেদনা জানাই।
ড: রায় ছিলেন ভাষা-প্রযুক্তি গবেষণা পরিষদের স্থপতিদের মধ্যে অগ্রগণ্য। এই পরিষদ জন্মলগ্ন থেকেই তাঁর উৎসাহ এবং পরামর্শে সমৃদ্ধ হয়ে এসেছে। বিপুল অভিজ্ঞতা ও জ্ঞানের পাশাপাশি তাঁর সদালাপী ও নিরহঙ্কার ব্যবহার সকলের কাছে তাঁকে করে তুলেছিল এক বিশেষ নির্ভর।
পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের তথ্য-প্রযুক্তি উন্নয়নের ক্ষেত্রে তাঁর অবদান যেমন ছিল উল্লেখযোগ্য তেমনি তথ্য-প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রেও ড: রায় ছিলেন একজন পুরোধা-ব্যক্তিত্ব। তাঁর অকাল প্রয়াণ তথ্য-প্রযুক্তির কর্মীদের কাছে নিঃসন্দেহে এক অপূরণীয় ক্ষতি। আরও অনেকদিন আমাদের ওঁর মত ব্যক্তিত্বের প্রয়োজন ছিল।
ড: রায় আমাদের স্মৃতিতে চিরকাল গৌরবোজ্জ্বল থাকবেন। আমাদের পথ চলায় - তাঁর উপস্থিতি, তাঁর সান্নিধ্য - প্রেরণা হয়ে থাকবে।





