You are here : Home
Obituary
অধ্যাপক সুধীর চক্রবর্তী
(১৯.০৯.১৯৩৪ - ১৫.১২.২০২০)
বাংলা ভাষা ও সাহিত্যের খ্যাতিমান অধ্যাপক, লোকসংস্কৃতি গবেষক, বাংলাগানের অনুপম ভাষ্যকার সুধীর চক্রবর্তীর আকস্মিক প্রয়াণে ভাষা প্রযুক্তি গবেষণা পরিষদের সকল কর্মী শোকস্তব্ধ। বাংলার বিভিন্ন গৌণ লোকধর্মের ক্ষেত্রসমীক্ষায় সুধীরবাবু এক নিজস্ব মরমিয়া ধারা তৈরি করেছিলেন যা তাঁর পরবর্তীকালের নবীন গবেষকের পাথেয় হয়ে রয়েছে। লালন, বাউল-ফকির, বাংলার মেলা-মহোৎসব, সাহেবধনী সম্প্রদায়, বলাহাড়ি সম্প্রদায় নিয়ে ‘কৃষ্ণনাগরিক’ সুধীরবাবুর গবেষণা অনেক অনাবিষ্কৃত পথের সন্ধান দিয়েছে আমাদের। বাঙালির সংস্কৃতি চর্চার গলি থেকে রাজপথ সর্বত্র ছিল তাঁর অবিসংবাদী পদচারণা। লেখক হিসাবে তিনি ভূরিপ্রসূ, গবেষক হিসাবে তন্নিষ্ঠ, সংগীতকোবিদ হিসাবে রসিক, শিক্ষাবিদ হিসাবে গভীরতায় অনন্য—এই ছিল তাঁর পরিচয়। আনন্দ পুরস্কার, সাহিত্য অকাদেমি পুরস্কার, নরসিংহ দাস পুরস্কার, সুকুমার সেন স্বর্ণ পদক, ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধিতে ভূষিত সুধীরবাবু ছিলেন ছাত্রদরদী শিক্ষক। গভীর নির্জন পথে, নির্জন এককের গান রবীন্দ্রসংগীত, দ্বিজেন্দ্রলাল: স্মরণ বিস্মরণ, বাউল ফকির কথা, বাংলা দেহতত্ত্বের গান, মানিনী রূপমতী কুবির গোঁসাই, উৎসবে মেলায় ইতিহাসে, ব্রাত্য লোকায়ত লালন, সদর মফস্সল তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ। ধ্রুবপদ পত্রিকার প্রকাশনা ও সম্পাদনা তাঁর উজ্জ্বল কীর্তি।
ভাষা প্রযুক্তি গবেষণা পরিষদ বিভিন্ন সময়ে তাঁর সুচিন্তিত পরামর্শে সমৃদ্ধ হয়েছে। ২০১৮ সালের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা প্রযুক্তি গবেষণা পরিষদের অনুষ্ঠানের তিনি ছিলেন সম্মাননীয় অতিথি। তাঁর উপস্থিতি ভাষা প্রযুক্তি গবেষণা পরিষদের অন্যতম উজ্জল স্মৃতি।
অধ্যাপক সুধীর চক্রবর্তীর প্রয়াণে তাঁর আত্মীয়-পরিজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে ভাষা প্রযুক্তি গবেষণা পরিষদ। তাঁর প্রস্থানে ভাষা প্রযুক্তি গবেষণা পরিষদ স্বজনবিয়োগের বেদনা অনুভব করে। তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা।





